ডাফির গোলে স্বাগতিক বুলগেরিয়ার সাথে ড্র করেছে আয়ারল্যান্ড

0
218

খুলনাটাইমস স্পোর্টস:
অতিরিক্ত সময়ে অধিনায়ক শেন ডাফির গোলে স্বাগতিক বুলগেরিয়ার বিপক্ষে ড্র করেছে আয়ারল্যান্ড। এর মাধ্যমে প্রথম মিশনেই পয়েন্টের দেখা পেলেন আয়ারল্যান্ডের কোচ হিসেবে প্রথম ম্যাচে অংশ নেয়া স্টেফেন কেনি। সোফিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ ড্র হলে পয়েন্ট ভাগাভিাগি করেই নেশন্স লীগ মিশন শুরু করতে হল বুলগেরিয়াকে। আর ডাফি করলেন তার চতুর্থ আন্তর্জাতিক গোল। এই সপ্তাহে ব্রাইটন থেকে সেল্টিকে যোগ দেয়া সেন্ট্রাল ডিফেন্ডার ডাফি গোল পরিশোধ না করলে হয়তো পরাজয় নিয়েই অভিষেক ঘটতো কেনির। অনুর্ধ ২১ দল থেকে মুল দলের কোচের দায়িত্ব পাওয়া কেনি আয়ারল্যান্ডে বিপ্লব ঘটানোর ঘোষণা দিয়েছিলেন। সেই লক্ষ্যে তিনি বেশ কয়েকটি সাহসী প্রদক্ষেপও নিয়েছেন। জাতীয় দলে ডেকেছেন ১৯ বছর বয়সি এডামস ইদাহকে এবং আক্রমনভাগের এই তারকাকে অভিষিক্তও করিয়েছেন। সেই সঙ্গে মাইক ম্যাকর্থির অধীনে নেতৃত্ব দেয়া সিমাস কোলম্যানকে বাদ দিয়েছেন দল থেকে। পরিবর্তে যুক্ত করেছেন টটেনহ্যামে নতুন চুক্তিবদ্ধ হওয়া ম্যাট দোহার্তিকে। শুরু থেকে আয়ারল্যান্ড ম্যাচে প্রাধান্য বিস্তার করলেও পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায়। টোডর নেদেলেভ এর পাসের বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন বোজিধার ক্রায়েভ। ফলে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক বুলগেরিয়া। এর পর ৯০ মিনিট পর্যন্ত কোন গোল না হওয়ায় নিশ্চিত পরাজয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল আয়ারল্যান্ড প্রজাতন্ত্র। তবে শেষ মুহূর্তে সফরকারী শিবিরে স্বস্তির পরশ বুলিয়ে দেন ডাফি। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে রবি বার্ডির কর্নারের বল পেয়ে বুলেট শটে গোলন করেন তিনি। এতেই ১-১ গোলের সমতায় ফিরে সফরকারী আয়ারল্যান্ড।