ডাক বিভাগের উদ্যোক্তাদের কর্মদক্ষতায় প্রশিক্ষণ সমাপ্ত

0
347

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি:
ডিজিটাল পোষ্ট ই-সেন্টার উদ্যোক্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল সেবার মান উন্নয়ন ও ডিজিটাল পোষ্ট অফিস আয় বৃদ্ধির লক্ষে সপ্তাহব্যপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠান সকাল ১০টায় খুলনা পোষ্ট মাষ্টার জেনারেলের কার্যালয়ে পোষ্টাল ট্রেনিং সেন্টারে ডিজিটাল পোষ্ট অফিস উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক এস.এম মাজেদুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন পোষ্ট মাষ্টার জেনারেল (দক্ষিণ অঞ্চল) তরুন কান্তি সিকদার, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি পোষ্ট মাষ্টার খুলনা বিভাগ মোঃ জাহাঙ্গীর আলী খান, খুলনা জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি মোঃ রাজু চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র এ্যাকাউন্টেন মোঃ আখতার উদ্দিন, খুলনা ট্রেনিং পোষ্টাল সুপার অছিরুজ্জামান খান, খুলনা ট্রেনিং পোষ্টাল পরিদর্শক লিয়াকত আলী খান, রুকসানা সুলতানা, প্রশিক্ষনার্থী আইসিটি সম্পাদক তুহিন আহম্মেদ, আব্দুর রহমান, আকলিমা খানম, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, মনিরুল ইসলাম, শেখর দেবনাথ, তহমিনা আক্তার, কামনা সরকার, সমাপ্তি মন্ডল, মোঃ সালাউদ্দিন, রোফসান জামিল লিপু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ৫০জন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে ডাকবিভাগের ডিজিটাল পোষ্ট সেন্টার বিশেষ ভূমিকা রেখে চলছে। উল্লেখ্য গত ১৭আক্টোবর ডাক বিভাগের উদ্যোক্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে ৭দিনের প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ।