ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় কাটছাঁট করা ভিডিওক্লিপ বিভ্রান্তিকর: ফাউসি

0
155

টাইমস বিদেশ :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত নিজের একটি ভিডিওক্লিপকে কাটছাঁট করে বসানো চরম বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি চিন্তাও করতে পারি না কোভিড-১৯ মতো মহামারী নিয়ে কেউ এমন কাজ করতে পারে। আমি পরামর্শ দিয়েছি প্রেসিডেন্ট ট্রাম্পকে। এমনকি আমি পরামর্শের আগে অন্যান্য চিকিৎসকের সাথেও কথা বলেছি।’ এর আগে ফাউসি হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠান থেকেই করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটেছে বলে দাবি করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা সংক্রমণও সেখান থেকে হওয়ার যথেষ্ট কারণ থাকতে পারে বলে জানিয়েছেন। করোনাভাইরাস মহামারী কিভাবে মোকাবেলা করতে হবে; সে বিষয় নিয়েও ট্রাম্পের সাথে ফাউসির কিছু বিষয় নিয়ে দ্বিমত ছিলো। ফাউসি এএফপিকে আরও বলেন, ‘আমি প্রায় পাঁচ দশক জনসেবায় কাজ করছি, কিন্তু কখনই কোনও রাজনৈতিক প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন করি নি।’ “জিওপি (রিপাবলিক ন্যাশনাল কমিটি) প্রচারের বিজ্ঞাপনে আমার অনুমতি ব্যতীত প্রসঙ্গের বাইরে আমার কিছু মন্তব্য এডিট (কাটছাঁট) করা হয়েছে। ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে ঘোষণা করা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প করোনভাইরাস থেকে সেরে উঠছেন, এবং আমেরিকাও’।” তবে মার্চে ধারণ করা ফক্স নিউজে যে সাক্ষাৎকার ফাউসি দিয়েছেন, সেখানে তিনি বলেছিলেন, ‘আমি করোনাভাইরাসের এই প্যানডামিককে প্রায় পুরো সময়টাই ব্যয় করে চলেছি। আমি প্রায় প্রতিদিনই হোয়াইট হাউসে যাচ্ছি। সুতরাং আমি কল্পনাও করতে পারি না যে কোনও পরিস্থিতিতে যে কেউ আরও কিছু করতে পারে।’ বিজ্ঞাপনটি প্রচারের পর ট্রাম্পের মুখপাত্র টিম মুর্তোফ বলেন, ‘এসব ড. ফাউসির নিজস্ব বক্তব্য। ভিডিওটি জাতীয়ভাবে টেলিভিশনে প্রচারিত হয়েছে। সাক্ষাৎকারে তিনি ট্রাম্প প্রশাসনের কাজের প্রশংসা করেছেন।’