ঝিনাইদহ ডাকবাংলায় নিষ্কাশিত বর্জ্যে দু’শতাধিক পরিবার স্বাস্থ্য ঝুকিতে

0
689

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলার উত্তর নারায়নপুরে প্রায় দুই শতাধিক পরিবারের জনজীবন চরম স্বাস্থ্য ঝুকিতে পড়ছে। বাজারের নিষ্কাশিত এবং রাইস মিলের বর্জ্য পরিবার গুলোর দিনদিন স্বাস্থ্য ঝুকি বাড়িয়ে তুলছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, জেলার সদর উপজেলার ডাকবাংলা বাজারের নিষ্কাশিত বর্জ্য এবং অটো রাইস মিলেন প্রতিদিনের বর্জ্য শতশত লিটার পানির সাথে মিশে পরিবেশ দুষন ও স্বাস্থ্য ঝুকি বাড়াচ্ছে। সরেজমিন দেখা গেছে, ডাকবাংলা বাজারের পানি নিষ্কাশনের জন্য ট্রেনটি উত্তর নারায়নপুর স্কুলের নিকট পর্যন্ত তৈরি করা হয়েছে। কিন্তু এই বর্জ্য পানি সঠিক ভাবে নিষ্কাশনের জন্য কোন খালে বা সঠিক ভাবে সংরক্ষন করা হয়নি। উন্মক্ত ভাবে স্কুলের নিকট হতে বৈডাঙ্গা সড়কের নারায়নপুরের আদর্শ পাড়া পর্যন্ত বর্জ্য নিসৃত হচ্ছে। উন্মক্ত স্থানে বর্জ্য প্রবাহের কারনে দূর্গন্ধ সৃষ্টিতে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষার সময় উক্ত স্থানটি ঘিজ্ঞি এলাকায় পরিনত হয়। জনগুরুত্বপূর্ন অফিস ও কোমলমতি শিক্ষার্থী, হাজার হাজার পথচারি চারিরাও দূর্গন্ধে অতিষ্ট হয়ে পড়ছে। বিষয়টি প্রতিকারের জন্য কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।