ঝিনাইদহে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগিত পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

0
25

ঝিনাইদহ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৮ মে) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলার জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলাম। এতে অংশ নেন জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক, উপজেলা সমন্বয়কারী ও ৬৭টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার। এতে জানানো হয় যে, প্রকল্পটি দেশের ৬১টি জেলায় বাস্তবায়িত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করছে। বিজ্ঞপ্তি….