জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা’র উদ্যোগে ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১’ উদযাপিত

0
285
??

খবর বিজ্ঞপ্তি:
‘মুজিবর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার খুলনা’র সেমিনার কক্ষে শুক্রবার (৫ ফেব্রæয়ারি) উদ্্যাপিত হলো ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১’। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এবারের কর্মসূচিতে র‌্যালী বাদে শুধুমাত্র আলোচনা, পুরস্কার বিতরণ এবং বই পড়া আন্দোলন ও সমাজে অধিকহারে গ্রন্থাগার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ৫জন ব্যক্তি/সংগঠনকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্র¯‘তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকাল ১০.০০মি. খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন খুলনা’র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইউসুপ আলী। উদ্বোধন শেষে গ্রন্থাগারের সেমিনার কক্ষে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা’র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইউসুপ আলী। মূখ্য আলোচক ছিলেন খুলনা’র বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মো: এনায়েত আলী। বিশেস অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা’র অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসীম ফিরোজ, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আলমগীর কবির এবং বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, খুলনা’র সাধারণ সম্পাদক এস এম আব্দুল হামিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় সরকারি গ্রন্থাগার, খুলনা’র প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক ড. মো: আহছান উল্যাহ। অতিথিবৃন্দ আলোচনায় জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য উপস্থাপন করেন এবং সকলকে গ্রন্থ ও গ্রন্থাগারমূখী হওয়ার আহবান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে বই পড়া আন্দোলন ও সমাজে অধিকহারে গ্রন্থাগার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তি ক্যাটাগরিতে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন-কে এবং সংগঠন ক্যাটাগরিতে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি, খুলনা, বীরশ্রেষ্ঠ মো: রুহুল আমিন পাবলিক লাইব্রেরি, খুলনা এবং অনির্বাণ লাইব্রেরি, মামুদকাটি, পাইকগাছা, খুলনা-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ১৯জন প্রতিযোগীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান স ালনায় ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব এস এম হুসাইন বিল্লাহ।