জেলা ডিবি পুলিশের অভিযানে বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র-গুলিসহ আটক

0
482

নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দাকোপ থানা এলাকা হতে বনদস্যু ও জলদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ ফারুক খাঁ (৩২) ২ টি অত্যাধুনিক পাইপগান ও ১৪ (চৌদ্দ) রাউন্ড এলজি কার্তুজ সহ রবিবার গ্রেফতার করা হয়েছে। আটক ফারুক শ্যামনগর ৯নং সোরা’র বাসিন্দা মোঃ আঃ গফুর খাঁ এর ছেলে।
গোয়েন্দা পুলিশের ইনচার্জ জনাব তোফায়েল আহমেদ এ নেতৃত্বে এসআই লুৎফর রহমান ফোর্স সহ এই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাকোপ থানাধীন খোনা গ্রামস্থ বুলবুল ব্রিকস সংলগ্ন ঢাকী নদীর উত্তর পাড়ে আবুল সাহেবের ইট ভাটার পরিত্যক্ত ঘরের পাশে অস্ত্র গুলি সহ অবস্থান কালে মোঃ ফারুক খাঁ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক খাঁ সহ বনদস্যু জোনাব বাহিনীর অন্যান্য সদস্যরা দীর্ঘদিন যাবত সুন্দরবন সংলগ্ন নদীতে মাছ শিকার করতে যাওয়া জেলে ও বাউয়ালীদের অস্ত্রের মুখে অপহরন করে তাদের নিকট থেকে চাঁদা আদায় সহ সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় ডাকাতি ও অন্যান্য অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই(নিঃ) মোঃ লুৎফর রহমান বাদী হয়ে দাকেপ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। বনদস্যু জোনাব বাহিনীর সদস্য ফারুক খাঁ এর দখল থেকে উদ্ধারকৃত অস্ত্র-গুলির উৎস সহ অন্যান্য সহযোগীদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যহত রয়েছে।