জিদান খেলোয়াড়দের দৃঢ়তার অভাব দেখে হতাশ

0
299

খুলনাটাইমস স্পোর্টস: চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পিএসজির কাছে বড় হারের জন্য মাঠে খেলোয়াড়দের দৃঢ়তার অভাবকে কারণ বলে মনে করছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।
প্রতিপক্ষের মাঠে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচটিতে ৩-০ গোলে হারে রিয়াল। আনহেল দি মারিয়ার জোড়া গোলের পর পিএসজির শেষ গোলটি করেন তমা মুনিয়ে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে না পারা দলের ব্যর্থতা মেনে নেন জিদান।
“পরিষ্কারভাবে সব বিভাগে তারা আমাদের চেয়ে ভালো ছিল-যেভাবে তারা খেলেছে, মাঝমাঠে। যেটা আমাকে হতাশ করেছে তা হলো আমরা খেলায় যথেষ্ট দৃঢ়তা দেখাতে এবং সেই মানের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারিনি।”
“সুযোগ তৈরি করায় তারা ভালো করেছে, তবে সেটা আমাকে ভাবাচ্ছে না। আমাকে যা ভাবাচ্ছে তা হলো আমাদের দৃঢ়তার অভাব।”
মাঝমাঠে পিএসজির মার্কো ভেরাত্তি ও ইদ্রিসা গেয়ির সামনে অসহায় ছিল রিয়াল। মাঝমাঠে ভালো করতে না পারায় আক্রমণে সুবিধা করতে পারেনি প্রতিযোগিতার রেকর্ড ১৩বারের চ্যাম্পিয়নরা।
“আপনি খারাপ খেলতে পারেন কিন্তু যদি আপনার দৃঢ়তা থাকে, যদি আপনি বল ফিরে পেতে লড়াই করেন, আপনি ম্যাচে থাকবেন।”
রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াও তার সেরা ছন্দে ছিলেন না। তবে শিষ্যের পাশেই থাকছেন জিদান।
“এটা সবার দায়। আমরা জিতলে একসঙ্গে জিতি, হারলেও একসঙ্গেই হারি।”