চিনের সঙ্গে যুদ্ধে জেতার কোনও আশা নেই ভারতের, হুমকি বেজিংয়ের

0
231

খুলনাটাইমস বিদেশ : চিনকে শান্তি বজায় রাখার কথা বলেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজবনাথ সিং। তবে আগ্রাসী মনোভাবের চিন এত সহজেই নমনীয় হওয়ার পাত্র নয়। এক ধাপ এগিয়ে সরাসরি যুদ্ধের হুমকি দিল তারা। চিনের দাবি যুদ্ধ হলে, ভারত যেন কোনওভাবেই জেতার আশা না করে। গত শুক্রবার মস্কোতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাইডলাইন বৈঠকে বসেন চিনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও রাজনাথ সিং। সেখানে চিনকে প্যাংগং লেকে দখলদারি মনোভাবের জন্য কটাক্ষ ও সামলোচনা করেন রাজনাথ। তবে চিন তার উত্তরে সরাসরি যুদ্ধের হুমকি দিল, যা রীতিমত নিন্দনীয় বলে মনে করছেন ক‚টনৈতিক বিশেষজ্ঞরা। বেজিং প্রশাসনের মুখপত্র গেøাবাল টাইমসেই এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গেøাবাল টাইমস জানিয়েছে ভারত ও চিন, দুজনেই পরমাণু শক্তিধর দেশ। কিন্তু যুদ্ধ হলে চিনের কাছে পরাস্ত হওয়া ছাড়া ভারতের সামনে আর কোনও রাস্তা নেই। উল্লেখ্য শুক্রবার ২ ঘন্টা ২০ মিনিট ধরে বৈঠক চলে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর। এদিন রাজনাথ বলেন আলোচনা চলছে। সেই পথেই বিশ্বাস রাখে ভারত। তবে কারোর উসকানিতে কান না দিলেও, তাকে যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা ভারতের রয়েছে। চিন যদি নিজেদের সেনা অবস্থান মেনে চলে, তবে ভারতও মানবে। দ্বিপাক্ষিক সম্পর্কের স্বচ্ছতায় বিশ্বাসী ভারত। দেশ আশা করে তাদের প্রতিবেশিও একই পথে হাঁটবে। গেøাবাল টাইমস পরে জানায়, বেজিং আশা রাখে, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকে সদর্থক ফল বেরিয়ে আসবে। এই বৈঠক সীমান্তে শান্তি বজায় রাখতেও সাহায্য করবে। এদিন রাজনাথ বৈঠক শেষে দুটি ট্যুইট করেন। তিনি বলেন নিজের ভ‚খন্ড রক্ষার ক্ষেত্রে কোনও আপস মানবে না নয়াদিল্লি। উল্লেখ্য, পূর্ব লাদাখে জোর সীমান্ত-সংঘাতে জড়িয়েছে চিন। সীমান্তে একের পর এক উসকানিমূলক কাজ চালানোর অভিযোগ আসছে, মীমাংসার বদলে জারি লাল চিনের টালবাহানা। এই পরিস্থিতিতে সাংহাই সম্মেলনের জন্য মস্কোতে যান রাজনাথ সিং। সুযোগ হাতছাড়া করতে চায়নি চিন। পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক করতে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের অনুরোধ জানায় বেজিং। জানা গিয়েছে, সাংহাই সম্মেলনের জন্য বর্তমানে মস্কোতে আছেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। তাই চিনের তরফে ওয়েই ফেংহে শুক্রবার রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে চেয়ে অনুরোধ জানান।