চাকরি ছেড়ে দিচ্ছেন মাইক্রোসফটের এআই প্রধান

0
276

খুলনাটাইমস আইটি: ২০২০ সালের শুরুতে প্রতিষ্ঠান ছাড়ছেন মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং গবেষণা বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হ্যারি শাম। বুধবার মাইক্রোসফটের অভ্যন্তরীণ এক ঘোষণায় বলা হয়, প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তা কেভিন স্কট নিজের কাজের পাশাপাশি শামের দায়িত্ব পালন করবেন– খবর আইএএনএস-এর। কর্মীদেরকে এক বিবৃতিতে প্রতিষ্ঠান প্রধান সাত্যিয়া নাদেলা বলেন, মাইক্রোসফটে গভীর প্রভাব রয়েছে হ্যারির। কম্পিউটার বিজ্ঞান এবং এআই খাতে তার অংশগ্রহণ “ভবিষ্যৎ উদ্ভাবনের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করেছে” বলে উল্লেখ করেছেন নাদেলা। “তার নেতৃত্ব, অংশীদারিত্ব এবং মাইক্রোসফটের হয়ে সব কাজের জন্য আমি তাকে ধনব্যাদ জানাতে চাই।” ২০২০ সালের ১ ফেব্রুয়ারি মাইক্রোসফটে শামের শেষ কার্য দিবস বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠান ছাড়লেও প্রধান নির্বাহী স্যাতিয়া নাদেলা এবং প্রতিষ্ঠাতা বিল গেটস-এর উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন শাম। মাইক্রোসফট মালিকানাধীন লিংকডইন-এর অবকাঠামো বিভাগের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট ছিলেন স্কট। ২০১৭ সালে তাকে মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তার পদে বসানো হয়। এ যাবৎ সরাসরি নাদেলার তত্ত্বাবধানে কাজ করছিলেন স্কট। এ ছাড়া প্রতিষ্ঠানের জেষ্ঠ্য নেতৃত্ব দলেরও সদস্য তিনি।