চট্টগ্রামের ৮টি প্রধান হাসপাতালে পিপিই বিতরণ বিএসআরএম’র

0
399

ঢাকা অফিস:
বিশ্বজুড়ে চলমান দুঃসময়ে দেশের ডাক্তার ও মেডিক্যাল স্টাফদের নিরাপত্তায় পাশে দাঁড়িয়েছে বিএসআরএম। চিকিৎসাসেবা দেয়ার সুবিধার্থে বিএসআরএম বুধবার চট্টগ্রামের ৮টি হাসপাতালকে বিশ্বমানের ১,০০০টি পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে। হাসপাতালগুলো হলো- ন্যাশনাল হসপিটাল প্রা. লি., পার্ক ভিউ হসপিটাল লি., ডেলটা হেলথ কেয়ার চট্টগ্রাম লি., ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লি., চট্টগ্রাম মেট্রো পলিটন হসপিটাল লি., সার্জিস্কোপ হসপিটাল লি., চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, বিএসআরএম-এর ম্যানেজিং ডিরেক্টর আমীর আলী হোসাইনকে লেখা এক বার্তায় জানান, করোনাভাইরাস মহামারীতে মানুষের দুর্ভোগ কমাতে বিএসআরএম-এর এই সময়োপযোগী উদ্যোগ, সহমর্মিতা ও সহযোগিতা অকুণ্ঠ প্রশংসার দাবিদার। জাতীয় দুর্যোগ মোকাবিলায় পাশে দাঁড়াতে বিএসআরএম-এর এই জরুরি উপকরণ প্রদানের জন্য তিনি পুরো টিমকে অভিবাদন ও ধন্যবাদ জানান এবং কোম্পানির সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান ¯্রষ্টার কাছে প্রার্থনা করেন।