গোপালগঞ্জে জাতীর জনকের মাজার জিয়ারত করলেন এ্যাড.আমিরুল আলম মিলন

0
505

মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন সোমবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন।
তিনি উপস্থিতি নেতাকর্মীদের বলেন, মোড়েলগঞ্জ শরণখোলার কর্মীদের মধ্যে দ্বন্দ গ্রুপিং সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে কাজ করতে হবে। প্রয়াত আওয়ামীলীগ নেতা ডা. মোজাম্মেল হোসেনের অসামাপ্ত কাজ সমাপ্ত করা হবে। ভেরীবাঁধ, পানগুছি নদীতে ব্রীজ সুন্দরবন পর্যাটন কেন্দ্র জাতীর জনকের স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২১ মার্চ নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান তিনি।
কবর জিয়ারতের সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বিশিষ্ট সমাজ সেবক ড.আব্দুর রহিম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান জনি, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, জাহাঙ্গীর আলম বাদশা, সাবেক ভাইস চেয়ারমান এনামুল হক রিপন, কাউন্সিলর মো. নান্না শেখ, ওলিউর রহমান, জাহাঙ্গীর হোসেন, রেদোয়ানুল ইসলাম, তাঁতীলীগের উপজেলা সভাপতি মো. হাসানুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. ইলিয়াস হোসেন দুলাল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খানসহ মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ্যাড. মিলন পরবর্তীতে বাগেরহাট খানজাহান আলী মাজার জিয়ারত, দৈবজ্ঞহাটীতে সংক্ষিপ্ত পথসভা শেষে মোড়েলগঞ্জ নব্বইরশী বাসষ্ট্রান্ডে দোয়া অনুষ্ঠান ও শোকরানা সভায় মিলিত হয়।