গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

0
234

খুলনাটাইমস: গাজীপুর শহরের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্রাফট কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিক্ষোভ চলাকালে ওই এলাকায় ঢাকা-গাজীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্টাইল ক্রাফটের সুইং সেকশনের অপারেটর মাসুদ রানা বলেন, তাদের অক্টোবর ও নভেম্বর মাসের বেতনসহ দুই বছরের ছুটির দিনে কাজ করা বাবদ ওভার টাইম বিল বকেয়া রয়েছে। গত বৃহস্পতিবার অক্টোবরের বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা দেয়নি। পরে তারা গতকাল মঙ্গলবার দিন দেয়। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে এ ব্যাপারে সাড়া না পেয়ে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। বেলা ১টার দিকে লক্ষ্মীপুরা এলাকায় গাজীপুর-ঢাকা সড়কে অবস্থান নেয়। বেতন না পাওয়ায় শ্রমিকরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। একই সেকশনের অপারেটর লাইজু বেগম বলেন, ছেলেমেয়েদের স্কুলের বেতন, বাসাভাড়াসহ দোকানে বাকি পড়েছে। বেতন ছাড়া আমরা খুব কষ্টে জীবনযাপন করছি। মালিক বারবার বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করছেন না। এ বিষয়ে গাজীপুর সিটি পুলিশের এডিসি আবু লাইচ মো. ইলিয়াচ জিকু বলেন, বিষয়টি আলোচনার জন্য চেষ্টা করলেও শ্রমিকরা সাড়া দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনায় বসানোর চেষ্টা অব্যাহত রয়েছে।