খুলনা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা

0
776

খবর বিজ্ঞপ্তি : সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষ্যে ১৮৮.৪৪ কোটি টাকা বরাদ্দ প্রাপ্তি যা সংশোধিত প্রকল্প আকারে ৩৩৫ কোটি ৩৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবনা পেশ করা হয়েছে।
(১) আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে স্থান লাভ। দেশের মধ্যে উদ্ভাবনীতে প্রথম ও গবেষণায় দ্বিতীয় স্থান লাভ।
(২) প্রধানমন্ত্রী পুরস্কার : ২০১৭ সালে ৬ জন শিক্ষার্থীর প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ। ২০১৮ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীতদের নাম শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
(৩) সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, ওরিয়েন্টেশন প্রোগ্রাম, প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের জন্য উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন এবং ১ জানুয়ারি থেকে সকল ডিসিপ্লিনে ক্লাস শুরু।
(৪) বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের কারিকুলাম যুগোপযোগীকরণ।
(৫) বিশ্ববিদ্যালয়ের জনবলের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) তৈরি করে তা অনুমোদনের জন্য ইউজিসিতে প্রেরণ।
(৬) আইসিটি সেল এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় অটোমেশন পদ্বতি চালুকরণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ।
(৭) খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়, নেপালের কেআইএএস বিশ্ববিদ্যালয়, সারওয়াক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের মেকানিকাল বিভাগ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (এলআইপিআই) এর বায়োমেটিরিয়ালস সেন্টার এবং জার্মানির স্টুটগার্টস ইউনিভার্সিটির সাথে শিক্ষা ও গবেষণা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত।
(৮) খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি ও লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির সাথে যৌথ গবেষণা প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর।
(৯) আন্তঃমহাদেশীয় একটি গবেষণা প্রকল্পের বাংলাদেশ অংশে নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়।
(১০) এফএও, ইউএসডিএ, বিএফডি, সিইউ, এসইউএসটি এবং কেইউ এর ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজী ডিসিপ্লিন এর তত্ত্বাবধানে সর্বপ্রথম বাংলাদেশ ফরেস্ট ইনভেনটরি ম্যানুয়াল প্রস্তুতকরণ।
(১১) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দি সুন্দরবনস (সিআইএসএস) কে ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস এন্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই) হিসেবে রূপান্তরের অনুমোদন লাভ।
(১২) বায়োকম্পোজিটস এ্যান্ড ন্যানোকম্পোজিটস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত।
(১৩) উচ্চশিক্ষা ও গবেষণায় ওয়াটার এন্ড স্যানিটেশন কোর্স অন্তর্ভূক্তির বিষয় ওয়াটার এইড ও খুবির স্থাপত্য ডিসিপ্লিনের মধ্যে সমঝোতা স্মারক স্মাক্ষরিত।
(১৪) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এর উর্দ্ধমূখী সম্প্রসারণ।
(১৫) ২০১৮ সালে ¯স্নাতক সম্মান পর্যায়ে ১২০৫ জন, ¯স্নাতকোত্তর ৬৪৮ জন এবং এম.ফিল ও পিএইচ.ডি (সমমান) তে ০৩ জন ছাত্র-ছাত্রীর ডিগ্রি প্রদান।
(১৬) খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩য় সিনেট অধিবেশন অনুষ্ঠিত।
(১৭) ন্যাশনাল ই-জিপি পোর্টালের মাধ্যমে অনলাইন ই-টেন্ডার প্রক্রিয়া চালুকরণ।
(১৮) খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুল কর্তৃক থ্রি মিনিট থিসিস প্রতিযোগিতার আয়োজন এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনারের উক্ত প্রতিযোগিতার পর্যবেক্ষণ, বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ।
(১৯) খুলনা বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম সয়েল আর্কাইভ স্থাপিত।
(২০) চারুকলা ইনস্টিটিউটকে স্কুলে রূপান্তরকরণ।
(২১) দেশে এই প্রথম কৃষি ফসলের বর্জ্য দিয়ে পরিবেশ বান্ধব পার্টিকেল বোর্ড তৈরি। পেটেন্ট প্রাপ্তির আবেদন।
(২২) ইন্টারন্যাশনাল অফিস স্থাপন।
(২৩) লিগাল সেল প্রতিষ্ঠা।
(২৪) সরকারি নির্দেশনা অনুযায়ী ২০১৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরকরণ।
(২৫) ইসিই ডিসিপ্লিন কর্তৃক সফলতার সাথে ড্রোন উড্ডয়ন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন তৈরিতে সাফল্য অর্জন।
(২৬) সাম্প্রতিক বছরে নতুন ৮টি বাস ক্রয় এবং শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য ডুমুরিয়া, ফকিরহাটের কাটাখালী এবং ফুলতলা পর্যন্ত রুট সম্প্রসারণ।
(২৭) পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পূর্ব সীমানার দীর্ঘকাল ধরে অবৈধ দখলে থাকা জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ।
(২৮) বিশ্ববিদ্যালয়ের উত্তর সীমানায় সীমানা প্রাচীর নির্মাণ।
চ্যালেঞ্জসমূহ :
ক্স স্নাতকোত্তর পর্যায়ে গবেষণার জন্য রাজস্ব খাতে কোন বরাদ্দ না থাকা
ক্স শিক্ষকগণের গবেষণার জন্য অপ্রতুল বরাদ্দ
ক্স বিশ্ববিদ্যালয় মাঠ গবেষণা ও অবকাঠামো নির্মাণের জন্য ভূমির পরিমাণ অপ্রতুল
ক্স ছাত্র-ছাত্রীদের আবাসন ও পরিবহন ব্যবস্থা চাহিদার তুলনায় অপ্রতুল
ক্স ডিসিপ্লিনসমূহে দক্ষ সাপোর্ট স্টাফের অভাব
ক্স নবগঠিত আইসিটি সেল এর পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যত কার্যক্রমের সফল বাস্তবায়ন

ভবিষ্যত পরিকল্পনাসমূহ :
ক্স ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন।
ক্স ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন।
ক্স বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে হাই টেক পার্ক প্রতিষ্ঠা করা।
ক্স নতুন ও যুগোপযোগী ডিসিপ্লিন/ ইনস্টিটিউট চালু করণের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উত্তরোত্তর সম্প্রসারণ ও অর্গ্রানোগ্রামে অন্তর্ভূক্তকরণ।
ক্স মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ১০তলা আবাসিক ভবন, টিএসসি এবং মিলনায়তনের পূর্ত কাজ চালু করা।
ক্স বিশ্ববিদ্যালয়ের নতুন মাস্টার প্লান চূড়ান্তকরণ।
ক্স চলতি প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পন্নকরণ ও নতুন প্রকল্প অনুমোদন।

২০১৯-২০ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ ঃ
ক্স ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ।
ক্স চলতি উন্নয়ন প্রকল্প শেষ হওয়ার আগেই নতুন একটি বড় আকারের উন্নয়ন প্রকল্পের পিসিপি প্রণয়নের কাজ শুরু।
ক্স আইকিউএসি কর্র্র্তৃক ডিসিপ্লিনসমূহের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কর্মশালা আয়োজন তথা শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিতকরণ।
ক্স আগামী ২২ ডিসেম্বর ২০১৯ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান।
ক্স চলতি অর্থ বছরে আরও একটি নতুন বাস, কোস্টার ও মাইক্রোবাস ক্রয়।
ক্স লেক সাইড ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু।