খুলনা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে স্বপ্নপূরীকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার

0
187

নিজস্ প্রতিবেদক:

সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন স্বপ্নপূরীর করোনা উপলক্ষে তৈরি স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতালকে চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছেন খুলনা ডায়াবেটিক সমিতি।
বুধবার (১৮ আগস্ট) বেলা এগারটায় সমিতির পরিচালনা পরিষদ, ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে কার্যালয়ের সভা কক্ষে এ উপহার সামগ্রী দেয়া হয়।
এ সময় উপস্তিত ছিলেন ডায়াবেটিক সমিতির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান, পরিচালনা পরিষদের সদস্য ও খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, , এস এম ফরিদ আহম্মেদ, বুলবুুল আহম্মেদ, ডা: দীনবন্ধু মন্ডল, ডা: রেবা মজুমদার, ডা: মোঃ জাহিদুল হাসান, ডা: নাজমুস সাদাত , স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতালের পরিচালক এম সাইফুল ইসলাম, সহ পরিচালক মুন্নি আক্তার,মফিজুল ইসলাম, জহিরুল ইসলাম রাতুল । এছাড়া ডায়াবেটিক সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্তিত ছিলেন।
উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে বক্তার বলেন, করোনাকালিন দূর্যোগময় মুহুর্তে সবার এগিয়ে আসা উচিত। খুলনার তরুনদের উদ্যোগে এমন একটি কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। সব শ্রেণী পেশার মানুষের উদ্যোগে সামিল হওয়া উচিত।
এসময় বক্তারা আরও বলেন, আমরা স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতালের সাথে খুলনা ডায়াবেটিক সমিতি সর্বদা পাশে রয়েছে এবং ভবিষ্যাতেও থাকবে