খুলনা জেলা প্রশোসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত

0
71

নিজস্ব প্রতিবেদক
বুধবার (২১ ফেব্রæয়ারি) খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খুলনা জেলায় যথাযোগ্য মর্যাদায় ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪’ পালিত হয়। এদিন সন্ধ্যায় শহিদ হাদিস পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু, মাতৃভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার, খুলনা সরোজ কুমার নাথ, পুলিশ কমিশনার, কেএমপি মোঃ মোজাম্মেল হক; কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা নওরোজ হাসান তালুকদার; পুলিশ সুপার, খুলনা মোঃ সাঈদুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবীর। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন।
আলোচনা সভা শেষে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৪’ উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।