খুলনায় হোম কোয়ারেন্টাইনে ১হাজার ৫শ’ ৪৮, একদিনে বেড়েছে ১শ’ ১৭

0
294

নিজস্ব প্রতিবেদক: খুলনায় বিদেশফেরত ও তাদের সংস্পর্শে আসা ১হাজার ৫শ’ ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ৩৮ জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত খুলনা হোম কোয়ারেন্টাইনে ছিল ১৪৩১ জন। সেই হিসেবে গত ২৪ ঘন্টার ব্যবধানে নতুন করে ১১৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বুধবার বেলা ১০টায় খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে তারা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন খুলনার দাকোপে ৯২ জন, বটিয়াঘাটায় ৬৭ জন, রূপসায় ১০০ জন, তেরখাদায় ২১ জন, দিঘলিয়ায় ৪০ জন, ফুলতলায় ৪৬ জন, ডুমুরিয়ায় ৩৪ জন, পাইকগাছায় ১১০ জন, কয়রায় ১৭০ জন, খুলনা মহানগরীতে ৮৬৮ জন। ছাড়পত্র পেয়েছেন দাকোপের ১২ জন, বটিয়াঘাটায় ১ জন, রূপসায় ৬ জন, পাইকগাছায় ১২ জন, দিঘলিয়ার ৩ জন, তেরখাদার ৩ জন ও মহানগরীতে ১ জন।