খুলনায় চোরাই মোবাইল ব্যবসায়ীর দোকান থেকে ১৯টি ফোন উদ্ধার

0
738

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগরীর আজমল প্লাজা হতে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬)। আটককৃত মিঠুন ঘোষ (২৪) খালিশপুর থানাধীন নেভী চেকপোষ্ট এলাকার পবিত্র ঘোষের ছেলে। সোমবার রাতে তাকে আটক করা হয়।
র‌্যাব-৬’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ তোফাজ্জল হোসেন জানান, তাঁর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর সদর থানাধীন পিকচার প্যালেস আজমল প্লাজার সেল কেয়ার নামক মোবাইলের দোকানে একটি অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে মিঠুন ঘোষ এর মোবাইল দোকান হতে বিভিন্ন ব্র্যান্ডের ১৯টি চোরাই মোবাইল, সীমকার্ড ২টি, হেড ফোন ৭টি এবং চার্জার ১৪টিসহ মিঠুন ঘোষকে আটক করা হয়। আটককৃত আসামীকে কেএমপি খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।