খুবি শিক্ষার্থীদের জুট মিলে শ্রম আইনের সুষ্ঠু ব্যবহারিক প্রয়োগ পর্যবেক্ষণ

0
540

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার ডিসিপ্লিনের শিক্ষার্থীরা জুট মিলে শ্রম আইনের সুষ্ঠু ব্যবহারিক প্রয়োগ পর্যবেক্ষণ করছেন। ১৪ মার্চ সকাল ১০টায় তাঁরা খুলনার রেলিগেট অঞ্চলে অবস্থিত যশোর জুট প্রোডাক্টস পরিদর্শন করেন।
আইন স্কুলের ডিন এবং আইন ও বিচার ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত ও প্রভাষক পুনম চক্রবর্ত্তীসহ ৩৮ জন শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। কারখানাটিতে পৌঁছিলে সত্ত¡াধিকারী মোঃ আব্দুল কাদের পিন্টু তাদেরকে স্বাগত জানান। শিক্ষার্থীরা কারখানাটি ঘুরে দেখেন। পরে তারা শ্রমিক ও মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রম আইনের সুষ্ঠু ব্যবহারিক প্রয়োগ পর্যবেক্ষণ করেন এবং কারখানার পরিবেশ, যন্ত্রপাতির ব্যবহার, শ্রমিকদের কার্যক্রম, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রমিকদের সুযোগ সুবিধা ইত্যাদি সম্পর্কিত শ্রম আইনে উল্লিখিত আইন ও বাস্তবিক দিক সম্পর্কে একটি তুলনামূলক ধারনা লাভ করেন। শ্রম আইনের ব্যবহারিক জ্ঞান অর্জনের অংশ হিসেবে ভবিষ্যতে খুলনাসহ দেশের আরও শিল্প-কারখানা পর্যবেক্ষণ করবেন বলে তারা জানান। আইন স্কুলের ডিন এবং আইন ও বিচার ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত কারখানা কর্তৃপক্ষকে এ সুযোগ প্রদানের জন্য ধন্যবাদ জানান।
সংবাদ বিজ্ঞপ্তি