খুবির ঢাকাস্থ গেস্ট হাউজের নতুন অ্যাপস্ উদ্বোধন

0
102

খবর বিজ্ঞপ্তি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউজের জন্য নতুন তৈরিকৃত অ্যাপস্ উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বৃহস্পতিবার দুপুর ১.১৫ মিনিটে তাঁর কার্যালয়ে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপস্ ডাউনলোড ও অ্যাপস্ ব্যবহার করে রুম বুকিংয়ের মাধ্যমে এই অ্যাপস্ উদ্বোধন করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশনের আরও একটি ধাপে আমরা প্রবেশ করেছি। এখন থেকে এই অ্যাপস্ ব্যবহার করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউজের জন্য অনলাইনে রুম বুকিংসহ যাবতীয় কাজ সম্পন্ন করা যাবে। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয় গেস্ট হাউজকেও এই অ্যাপস্ে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, এই অ্যাপস্ তৈরির পর ইউজিসির অনুমোদন নিয়ে এটি গুগল প্লে-স্টোরে দেওয়া হয়েছে। সেখান থেকে এটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। তিনি এই অ্যাপস্ এর নির্মাতা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের কর্মকর্তা শেখ মঞ্জুর মোর্শেদকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল, অ্যাপস্ এর নির্মাতা ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী শেখ মঞ্জুর মোর্শেদসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।