খুবির কর্মচারী আব্দুর রহমানের পিতার মৃত্যুতে উপ-উপাচার্যের শোক

0
166

খবর বিজ্ঞপ্তি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে কর্মরত পার্সোনাল এ্যাসিসট্যান্ট কাম কম্পিউটার অপারেটর আব্দুর রহমানের পিতা লুৎফুর রহমান (১৮ ফেব্রæয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র এবং ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর নামাজে জানাজা শেষে তাঁকে সাতক্ষীরাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের পার্সোনাল এ্যাসিসট্যান্ট কাম কম্পিউটার অপারেটরের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, গ্রন্থাগারিক (সাময়িক দায়িত্বপ্রাপ্ত) সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেন।