খুবির উপ-উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

0
187
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি:
রবিবার (৩১ জানুয়ারি) তারিখ দুপুর ২টায় শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসন ভবনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সাথে তাঁর কার্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাতসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিশ্ববিদ্যালয় থেকে নতুন ১৫০টি কম্পিউটার ক্রয়ের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা ত্বরান্বিত করে শিক্ষকদের মাঝে বিতরণ, সংশ্লিষ্ট কোম্পানীর সাথে গ্রæপ ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে দুটি বেসরকারি হাসপাতালের সাথে এমওইউ ত্বরান্বিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শিক্ষকদের সেমিনার, শিম্পোজিয়ামে অংশগ্রহণে ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করায় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপ-উপাচার্য তাদের বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলো ত্বরান্বিত করার আশ্বাস দেন।