কয়রায় সচেতনতা বৃদ্ধি করতে মাস্ক হাতে রাস্তায় ইউএনও

0
161

কয়রা প্রতিনিধি:
করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রমণ প্রতিরোধে কয়রা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে জনসচেতনতা মুলক পরামর্শ ও মাস্ক বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস। ২২ মার্চ সোমবার দুপুরে উপজেলা সদর সহ উপজেলার বিভিন্ন এলাকায় এ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অনিমেষ বিশ্বাস রাস্তা নিজে হাতে পথচারী, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন এবং জনসচেতনতা মুলক পরামর্শদেন উপস্থিত সকলকে এবং একই সময় জনগণকে সচেতন করতে মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৪ শ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা ও বিদ্যমান আইন বাস্তবায়ন করতে আমরা সবাই মিলে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে চাই। করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মাঝে সচেতনা জাগাতে ভয়ভীতি না দেখিয়ে তাদেরকে বুঝিয়ে মাস্ক পরতে বলেছি, প্রথমে সীমিত আকারে জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে মাস্ক না পরে বের হলে জরিমানা করা হবে। এর মধ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে সারা উপজেলায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি সরকারি বেসরকারি দপ্তরে মাস্ক ছাড়া কেউ এলে তাকে কোন সহযোগিতা করা হবে না। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে মাস্ক।করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তিনি করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলার সকল জনগণকে বাড়ী থেকে বের হলেই অব্যশই মাস্ক পড়তে হবে বলে অনুরোধ জনান।