কয়রায় বিদ্যুৎ সংযোগ না থাকায় অব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম

0
313

ওবায়দুল কবির সম্রাট, কয়রা:
খুলনার কয়রা উপজেলায় কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় সরকারের দেয়া ল্যাপটপসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। যার ফলে বর্তমান সরকারের আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। দীর্ঘদিন এমন অবস্থা চলতে থাকলেও বিষয়টি সম্পর্কে খেয়াল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সুত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর হাতের নাগালে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার জন্য সরকার সারা দেশের ন্যায় কয়রা উপজেলার ৭টি ইউনিয়নে ২৭টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। পরবর্তীতে ক্লিনিকগুলোয় ঔষধ সরবরাহ, চিকিৎসাসহ জনবল নিয়োগ করে স্বাস্থ্য সেবা অব্যহত রাখে। ঐ সব ক্লিনিকগুলো আরো কার্যকরি ও আধুনিক করতে সরকার ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব ও মডেমসহ আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করে। কিন্তু উপজেলার ২৭টি ক্লিনিকের মধ্যে ৯ টিতে বিদ্যুৎ সংযোগ চালু থাকলেও বাকি ১৮ টিতে বিদ্যুৎ সংযোগ নাই। এ ব্যপারে জানতে চাইলে উপজেলার ৬ নং কয়রা গ্রামের সাইফুল গাজী এ প্রতিবেদক কে জানান, সর্দি, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলে আমরা ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে যাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কয়রা সদর হতে ১৩ কিলোমিটার দূরে থাকায় সেখানে যেয়ে চিকিৎসা নিতে হলে অর্থের পাশা পাশি প্রায় সারাদিন নষ্ট হয়ে যায়। তাই বাড়ির পাশে ক্লিনিকে কাজের ফাঁকে এসে চিকিৎসা সেবা নেই। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রুহিত বরন রায় জানান, উপজেলার অনেক ক্লিনিকের যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ। বহু বিড়ম্বনার মধ্যে দিয়ে অনেক স্বাস্থ্য কর্মীকে ক্লিনিকে যেতে হয়। তিনি আরো জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও বাকি ক্লিনিকগুলোয় বিদ্যুৎ সংযোগ চালু হলে স্বাস্থ্য সেবার মান আরো বৃদ্ধি পাবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজাত আহমেদ জানান, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য সেবার মান অনেক উন্নত হয়েছে। গ্রামের মানুষ বাড়ির পাশেই অবস্থিত কমিউনিটি ক্লিনিকে যেয়ে স্বাস্থ্য সেবা নিচ্ছে। এ ছাড়া যে সব ক্লিনিকগুলোয় বিদ্যুৎ সংযোগ নেই সেখানে যাতে দ্রতু বিদ্যুৎ সংযোগ পায় সে জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।