কয়রায় বাহারুল ইসলামকে নৌকার মাঝি হিসাবে চায় দলীয় নেতাকর্মীরা

0
165

কয়রা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলায় সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে প্রচার প্রচারণা। কে হবেন এবারের কয়রা সদরের দলীয় প্রার্থী এ নিয়ে চলছে নানা গুঞ্জন। বসে নেই প্রার্থীরা তারা তাদের আটঘাট বেঁধেই মাঠে নেমেছে। তাদের বন্দনায় মুখোর হয়ে উঠছে গ্রাম অঞ্চলের প্রতিটা পাড়া মহল্লা হাট বাজার। সবাই দলীয় টিকিটের প্রত্যাশায় মাঠে লবিং-তদবির করে এগিয়ে চলছেন। কয়রা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতিক পেতে তোড়জোড় শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য ৭ জন চেয়ারম্যান প্রার্থী। তাদের নিজের দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা,তাদের রাজনৈতিক ক্যারিয়ার, তুলে ধরে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা ব্যস্ত রয়েছেন। মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত আধুনিক কয়রা সদর ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে মাঠে কাজ করছে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম বাহারুল ইসলাম। এবারের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশায় শক্ত অবস্থানে মাঠে জোরে সোরে দীর্ঘদিন যাবত কাজ করে চলেছেন তিনি। জয় করে চলেছেন নেতা কর্মী ও সাধারন ভোটারের মন। তার রাজনৈতিক কারিশমা ও ক্যারিয়ার যোগ্যতা নিয়ে গ্রহণযোগ্যতায় মাঠে এগিয়ে রয়েছেন। তার দাবি দল তাকে নৌকার মনোনয়ন দিলে তিনি কয়রা সদর থেকে বিজয়ী লাভ করবেন সাথে সাথে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ইউনিয়নের প্রতিটি গ্রামে উন্নয়নের রোল মডেল ভূমিকা রাখবে। ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন চেয়ে আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক, এস এম বাহারুল ইসলাম আগে ভাগেই মাঠে নেমে প্রচার-প্রচারণায় জনসমর্থনে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন দলীয় নেতা কর্মী ও এলাকাবাসী । উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আমিনুল হল বাদল বলেন, এস এম বাহারুল ইসলাম একজন আদর্শ ব্যক্তিত্ববান ছাত্রলীগ থেকে উঠে আসা দলের দুর্দিনের পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার কাজে দলীয় নেতা কর্মী থেকে শুরু করে সর্বস্থরের মানুষ মুগ্ধ। ইউ পি নির্বাচনে দল তাকে দলীয় নৌকা প্রতীক দিলে তার বিজয় সুনিশ্চিত।সাথে সাথে দলের জন্য ও সাধারন মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে বলে আশাবাদ বক্ত করেন। সাবেক কপোতাক্ষ কলেজ ছাত্রলীগ সভাপতি রোকনুজ্জামান কাজল বলেন, যোগ্যতা, দক্ষতা,সুনাম,দলের জন্য ত্যাগ,প্রচার প্রচারনা,দলীয় নেতা কর্মীর সমর্থন ভালবাসা সব দিক থেকে কয়রা সদরে এগিয়ে আছেন এস এম বাহারুল ইসলাম।আমরা আশা করি দল এ যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবেন। কয়রা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম জিয়াদ আলী বলেন,দলীয় নেতা কর্মী ও সাধারন মানুষের বিপদে আপনে বাহারুল ইসলাম এগিয়ে এসে দলীয় নেতা কর্মী ভালবাসা অর্জনের পাশাপাশি এলাকায় ব্যাপক ভালবাসা অর্জন করেছেন। বাহারুলকে নৌকার মনোনয়ন দেয়া হলে সে বিজয়ী লাভ করে দলের নেতা কর্মীর ও সাধারন মানুষের সর্বদা পাশে থাকতে পারবে। উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এস এম হারুনর রশিদ বলেন, বাহারুল দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত।আন্দোলন সংগ্রামে সামনে থেকে জামাত বিএনপি ষড়যন্ত্রকে প্রতিহত করেছে। বাহারুল ই নৌকার দাবিদার। বাহারুল নৌকার মনোনয়ন পেলে যেমন সাধারন মানুষ উপকৃত হবে তেমনি দল সুসংগঠিত হবে। সদা হাস্যজ্জল এই নেতাকে এলাকাবাসিও (দলীয় মনোনয়ন) চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। জনপ্রিয়তা ও জনসমর্থন সব ক্ষেত্রেই সম্ভব্য অপরাপর প্রার্থীর তুলনায় কোন অংশে কম এগিয়ে নেই। এমনটাই জানাগেছে এলাকা সুত্রে।তার বড় শক্তি জনগন, সাংগঠনিক কারিশমা ও পারিবারিকভাবে আ’লীগ পরিবারের সন্তান। যা থেকে জনসমর্থন আদায়ে সহায়ক হওয়ায় এবার আ’লীগের দলীয় মনোনয়ন পাবেন বলে এলাকাবাসী ভাবছেন। তিনিও এগিয়ে যাচ্ছেন কাঙ্খিত ও প্রত্যাশার দ্বারপ্রান্তে। জানতে চাইলে আওয়ামীলীগ নেতা এস এম বাহারুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকায় মানুষের সমস্যাগুলো প্রত্যক্ষ করেছি। সেগুলো সমাধানে জনপ্রতিনিধি হিসেবে কীভাবে কাজ করতে হবে সে বিষয়েও ধারনা পেয়েছি। নির্বাচিত হলে আমি ৫নং কয়রা সদর ইউনিয়নবাসীকে মডেল ইউনিয়ন উপহার দিতে চাই। তিনি আরও বলেন, ইউনিয়নে অনেক সেবা আছে, যেগুলো স্থানীয় মানুষ জানেন না। ঠিকঠাক সেগুলো তাদের কাছে পৌঁছে দিলে তারা স্বাবলম্বী হতে পারবেন। আমি সেই সেবাগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে চাই। আমি সকলের দোয়া ও ভালবাসা চাই।