কয়রায় বসতবাড়ি থেকে চাল উদ্ধার, ২০ হাজার টাকা জরিমানায় মুক্তি

0
418
কয়রা (খুলনা) প্রতিনিধি:
করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুশিয়ারি সত্ত্বেও দেশে চাল চুরি ও কালোবাজারে চাল বিক্রি বন্ধ হচ্ছে না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে আনুমানিক সাড়ে ১২টায় গোপন সংবাদ পেয়ে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলার চর গ্রামের মুর্শিদ ঢালীর বসতঘর থেকে ১২০ কেজি সরকারী চাল উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার( ভুমি) নূরে -আলম সিদ্দিকি ও থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাল জব্দ ও আটককৃতকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদ ঢালী  স্থানীয় ৬নং ওয়ার্ডের গনি মেম্বরের সহযোগী ।
এদিকে অভিযুক্ত মুর্শিদ ঢালীর মাতা-সূর্য বিবি বলেন, আমার ছেলে গনি মেম্বার ও তার ছেলে বিল্লালের কাছ থেকে এই চাউল কিনেছে।
এব্যাপারে ইউপি সদস্য মেম্বরকে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নূরে- আলম সিদ্দিকির কাছে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।