কয়রায় দ্রুত সময়ের মধ্যে টেকসই বেঁড়িবাধের কাজ শুরু করা হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

0
186
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

কয়রা প্রতিনিধি:
সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে কয়রার পাউবোর ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক (এমপি)। শুক্রবার (৫ ফেব্রæয়ারি) দুপুর ১২ টায় কয়রা উপজেলার ভাঙ্গনকবলিত কাশিরহাট এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাঁধ নিমার্নে উপকুলীয় অঞ্চলে কাজ করছে পাউবো। প্রতি বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে বিভিন্ন দুর্যোগের সাথে মোকাবেলা করে এলাকার মানুষ খুবই কষ্টে আছেন। বেড়ীবাঁধ সুরক্ষার জন্য সরকার আগে থেকেই কাজ করে যাচ্ছেন। মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কয়রার টেকসই বাঁধ নির্মানের জন্য মেঘা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চলতি মাসেই সেটি একনেকে পাশ হলেও আগামী মাসের মধ্যেই কয়রার টেকসই বেড়িবাঁধ নির্মান কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, মেঘা প্রকল্পের কাজ শুরু করা হলে অতি তাড়াতাড়ি সময়ের মধ্যে এ অঞ্চলের মানুষ নদী ভাঙ্গন থেকে মুক্তি পাবে। সেই লক্ষেই পানি সম্পদ মন্ত্রনালয় কাজ করছে। পরিদর্শনকালে কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু সফর সঙ্গি হিসাবে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। এ সময় এমপি বাবু বলেন, কয়রার জনগনের প্রত্যাশা টেকসই বেড়িবাঁধ নির্মান। সেটির কাজ অল্প সময়ের মধ্যে শুরু করা হবে। টেকসই বেড়িবাধ নির্মানের জন্য বর্তমান সরকার খুবই আন্তরিক। এটির কাজ শুরু করা হলে এ আঞ্চলের মানুষের কষ্ট লাঘব হবে। এ সময়অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ রোকনুদৌল্যা, পাউবোর অতিরিক্ত মহা-পরিচালক ড. মোঃ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরা পাউবোর নির্বাহী প্রকৌশলী শুধাংশ শেখর সরকার, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কোমলেশ চন্দ্র সানা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, আব্দুল্যাহ আল মামুন লাভলু, কয়রা সরকারি মহিলা কলেজের উপাধাক্ষ্য এইচ,এম নজরুল ইসলাম, পাউবোর আমাদী সেকশন কর্মকর্তা মশিউল আবেদিন, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান, মোঃ হুমায়ুন কবির, সরদার হারুন আর রশিদ, গনেশ মন্ডল, আঃ সামাদ গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু প্রমুখ।