কয়রায় জোর পূর্বক পুকুর দখল ও পুকুর থেকে মাছ লুটের অভিযোগ

0
171

কয়রা প্রতিনিধি: খুলনার কয়রায় বসতভিটার ওপরএ থাকা পুকুর ও তাতে চাষকৃত প্রায় লক্ষাধিক টাকা মূল্যের মাছ জোর পূর্বক লুট করেছে প্রতিবেশী হিমাংশু রায় ও সুকুমার রায় গং রা। এ ব্যাপারে ভুক্তভোগী সুমন রায় বাদী হয়ে চারজনকে আসামি করে কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে ৮ মে শনিবার সকালে উপজেলার বাগালী ইউনিয়নের বাঁশখালী গ্রামে। সুমন রায় অভিযোগ করে বলেন, পারিবারিক জায়গা জমি হিসাব নিকাশ ও অংশ বন্টন করিরা আমাদের পাওনা সূর্ত্রে বাস্তভিটার সাথে একটি বড় পুকুর আমরা দীর্ঘ দিন মাছ চাষ করে শান্তি পূর্ণ ভাবে ভোগ দখল করছি। কিন্তু প্রতিপক্ষ শরিক ভাগ অংশ না মেনে পুকুরে চাষকৃত বড় বড় (গলদা, রুই, কাতলা) মূল্যবান মাছের লোভ সামলাতে না পেরে কিছু দিন নিজেদের সম্পত্তি দাবি করিয়া আমাদের জোর পূর্বক মূল্যবান মাছ ধরা ও খুন যখমের হুমকি প্রদর্শন করছিলো। শনিবার ৮ মে সকাল ৮ টা ৩০ মিনিটে হিমাংশু রায় ও সুকুমার রায়সহ ভাড়াটিয়্ ১৫ -২০ জনের একটি দল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জোর পূর্বক পুকুরের মূল্যবান লক্ষাধিক টাকার মাছ লুট করে ও নিজেদের সম্পত্তি দাবি করিয়া পুকুরের মাঝে জোর পূর্বক নেট পাটা দেয়। খবর পেয়ে আমরা ঘটনা স্থানে এসে বাধা দিলে খুন যখমের হুমকি দেয়।