কয়রায় এমপি প্রার্থী বাবু’র জন্য ছাত্রলীগ নেতার ভোট প্রার্থনা

0
660

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :
গ্রামের সাধারণ নারী-পুরুষের কাছে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন খুলনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আবু সাঈদ খান।

বুধবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশীর ভোটকেন্দ্রের আওতাভূক্ত ৫০ নম্বর আংটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থ গ্রামের বিভিন্ন জায়গায় কর্মীদের নিয়ে গণসংযোগ করে খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাবুর জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করেন ছাত্রলীগ নেতা। হতদরিদ্র বয়ষ্ক মানুষের মাথায় হাত দিয়ে আবার জড়িয়ে ধরে ছেলের মতো একটি ভোট প্রার্থনাও করেছে। ছাত্রলীগ নেতার আবেগময় ব্যতিক্রমী গণসংযোগ দেখে গ্রামের অনেক সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। তখন তারা আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিএম আ. গণি, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সরদার, আ’লীগ নেতা অরুণ মণ্ডল, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন কবির, সহসভাপতি সাইফুর রহমান খোকা, সাবেক ছাত্রনেতা প্রশান্ত মণ্ডল, যুবলীগ নেতা আহাদ আলী খান, শাহিনুর রহমান, যামিনী মণ্ডল, সোহাগ, ছাত্রনেতা বাপ্পিসহ আরও অনেকে।

জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আবু সাঈদ খান সন্ধ্যায় খুলনাটাইমসকে বলেন, জননেত্রী শেখ হাসিনা গ্রামের হতদরিদ্র মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ মানবিক অনেক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। সাধারণ ভোটারদের কাছে জননেত্রী শেখ হাসিনার মানবিক উন্নয়নের কথা তুলে ধরে সংসদ সদস্য প্রার্থীর নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছি।