কয়রার মহারাজপুরে গরীব ও দুস্থদের মাঝে দ্বিতীয় দিনে সাংসদ বাবু’র খাদ্য সামগ্রী বিতরণ

0
554
ওবায়দুল কবির(সম্রাট):
করোনা সংকট মোকাবেলায় কয়রার মহারাজপুর ইউনিয়নে দ্বিতীয়  দিনে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার  বিতরণ করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।দুর্গমতা নয়, কর্মহীন মানুষের হাতে সরকারের খাদ্য সহায়তা পৌঁছে দেয়াটাই হচ্ছে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সময়োপযোগী সুদক্ষ সিদ্ধান্তে নেওয়া পদক্ষেপ এবং ঐকান্তিক দিকনির্দেশনায়, আমি  এলাকার খেটে খাওয়া-দিনমজুর ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, জীবাণুনাশক ও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার উপায় ও ভাইরাসটির প্রকটতা সম্পর্কে ব্যাপক ভাবে সচেতনাতা বাড়াতে, জনগণ ও দেশের স্বার্থে  কাজ করে যাচ্ছি। আমার এ ধারাবাহিকতা   অব্যাহত থাকবে। এসময় তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগ ও বিপদে  আমি আমার সাধ্যমত এলাকার সাধারণ দরিদ্র মানুষের পাশে সবসময় ছিলাম , বর্তমানেও আছি এবং ভবষ্যতেও থাকবো ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, যুবলীগ নেতা আছাফুর রহমান প্রমুখ।