কেসিসি মেয়রের মোটর ও স্বর্ণশিল্পী শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

0
517

তথ্যবিবরণী : খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন মোটর শ্রমিক এবং স্বর্ণশিল্পী শ্রমিকদের মাঝে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় আজ (মঙ্গলবার) সকালে বয়রা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

সিটি মেয়র ছয়শত কর্মহীন মোটর শ্রমিক এবং স্বর্ণশিল্পী শ্রমিকদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।