কেএমপি’র খুলনা থানার অভিযানে ২ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

0
136

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খুলনা থানার অভিযানে ২ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ জনৈক রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামীদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ১টি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়াল, ১টি কাঠের হাতল যুক্ত ছোরা এবং ১ টি লোহার হাতল যুক্ত ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় কেএমপি’র সদর পুলিশ ফাঁড়ীর এসআই(নিঃ) মোল্যা আব্দুল হাই বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা (খুলনা থানার মামলা নং-৩০, তারিখ-২১/০১/২০২৪ খ্রিঃ, 19(e) The Arms Act, 1878) দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া শহীদ শাহাদাত হোসেন সড়ক নিবাসী মোঃ ইকবাল খান ও আয়েশা বেগম @ পারুল দম্পতির ছেলে ও রূপসা থানাধীন এলাহীপুর আনসার ক্যাম্পের পিছনে হাফেজ মঞ্জুরের বাড়ীর ভাড়াটিয়া মোঃ হাসিব খান(২০) এবং লবণচরা থানাধীন মুক্তা কমিশনারের কালভার্ট ভন্ড বটতলার পাশে নানা ফজলুল তালুকদারের বাড়ীর ভাড়াটিয়া আঃ ছাত্তার মোল্লা ও শাহিনুর বেগম দম্পতির ছেলে মোঃ আমিন মোল্লা(২০)।
জানা গেছে, খুলনা থানার অফিসাররা খুলনা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে রবিবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, খুলনা থানাধীন পাওয়ার হাউজ মোড়স্থ জনৈক রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর দুইজন ব্যক্তি অবৈধ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে খুলনা থানার অফিসাররা বর্নিত স্থানে ভোর পৌণে ৬টার সময় উপস্থিত হয়ে অত্র মামলার এজাহার নামীয় আসামী মোঃ হাসিব খান (২০) ও মোঃ আমিন মোল্লা (২০)’কে ধৃত পূর্বক ১নং আসামীর নিকট হতে প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়াল যার হাতল সহ লম্বা ১৬ ইঞ্চি, ২নং আসামীর নিকট হতে কাঠের হাতল যুক্ত ছোরা যার হাতল সহ লম্বা ১৯ ইঞ্চি, লোহার হাতল যুক্ত ছোরা, যার হাতলসহ লম্বা ১৯ ইঞ্চি এবং নীল ও সাদা রঙ্গের র‌্যাক্সিনের ব্যাগ যার দুই পাশে ইংরেজীতে LI-NING MADE IN TAIWAN লেখা আছে উপস্থিত ২জন স্বাক্ষীর সস্মুখে উদ্ধার করেন।