কুল্যার মহিষাডাঙ্গা বাজারে বন্দ হয়নি সাপ্তাহিক হাট

0
317

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা বাজারে সাপ্তাহিক হাট বসার অভিযোগ পাওয়া গেছে। করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জেলার সকল সাপ্তাহিক হাট বসা নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু প্রশাসনের কঠোর নির্দেশনাকে উপেক্ষা করে মহিষাডাঙ্গা বাজারে নিয়মিত বসছে সাপ্তাহিক হাট। এরই ধারাবাহিকতায় রবিবার (৫ এপ্রিল) বিকালে শত শত মানুষের সমাগমের মধ্য দিয়ে বসেছিল এই হাট। আশাশুনি ও তালা উপজেলার অসংখ্য মানুষ হাটে গিয়ে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বেমালুম ভুলে গিয়ে চালিয়েছেন কেনা কাটা। ফলে করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে এলাকার মানুষ রীতিমত শংকিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহের বৃহস্পতি ও রবিবার মহিষাডাঙ্গা বাজারে সাপ্তাহিক হাট বসে থাকে। বাজারটিতে কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা, মহাজনপুর, দাঁদপুর, আগরদাড়ী, মাদারবাড়িয়া ও তালা উপজেলার খেশরা ইউনিয়নের মেষারডাঙ্গা, কুলপোতা গ্রামের শত শত মানুষের সমাগম হয়ে থাকে বলে জানান তারা। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছেন সচেতন মহল।