কলারোয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0
180

কলারোয়া প্রতিনিধি:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে কলারোয়া পৌর সদরের বিশ্বাস মার্কেট থেকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে ওই প্রতিবাদ মিছিলটি বের হয়। পরে জিকেএমকে পাইলট হাই স্কুলের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন,কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি নিরঞ্জন ঘোষ, সহ-সভাপতি অধ্যাপক কার্ত্তিক মিত্র, উপজেলা উদযাপন পরিষদের সহ-সভাপতি সন্তোষ পাল, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও ধর্মীয়নেতা লক্ষণ বিশ^াস, পৌরসভা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম মাস্টার, মহিলা সম্পাদিকা পুতুল রানী শিকদার, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক নিত্য গোপাল রায়, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি জয় দা, সাধারণ সম্পাদক মিঠু পাল, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল ঘোষ বাবু প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে মহানবী (সা.) কে অবমাননার সাথে বাংলাদেশের মানুষ কোনভাবেই জড়িত নয়। কিন্তু ঐ ঘটনার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। বক্তারা এসব হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরো বলেন, মুরাদনগরের পার্বতীপুরে হিন্দু সম্প্রাদায়ের উপরে হামলা ও অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকির সন্ধান চাই- বিচার চাই। তারা অনতিবিল্ববে সরকারের কাছে দাবি জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থার জন্য সমাবেশে উল্লেখ্য করেন।