কর্মীদেরকে অগ্রীম বেতন দেবে লাভা

0
292

খুলনাটাইমস আইটি: মহামারী আকারে দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাস আতঙ্কের মধ্যে কারখানার কর্মীদের বেতনের কিছু অংশ অগ্রীম দেওয়ার ঘোষণা দিয়েছে স্মার্টফোন নির্মাতা ভারতীয় প্রতিষ্ঠান লাভা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, নির্ধারিত তারিখের ১২ দিন আগেই বুধবার কর্মীদের ২০ শতাংশ বেতন দেওয়া হচ্ছে । সংকট মোকাবেলায় কর্মীদের সহায়তা এবং তাদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে লাভা। অগ্রীম বেতন ওই পদক্ষেপগুলোরই একটি অংশ। প্রতিষ্ঠানটি আরও বলেছে, পরীক্ষার এই সময়ে তাদের সমর্থন কর্মীদের দেখাশোনার লক্ষ্যে সব কর্মীর জন্য একটি নজির স্থাপন করা হবে। সরকারি নির্দেশনায় ২২ থেকে ২৫ মার্চ নয়দার উৎপাদন কারখানা বন্ধ রেখেছিলো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ইতোমধ্যেই দেশব্যাপী ২১ দিনের লকডডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ পার হওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, যা ২৫ মার্চ পর্যন্ত পাওয়া তথ্যানুসারে সাড়ে ১৯ হাজারেরও বেশি বলে জানাচ্ছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।