করোনায় ভাষাসৈনিক মির্জা মাজহারুল ইসলামের মৃত্যু

0
162

টাইমস ডেস্ক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম। গতকাল রোববার সকাল সোয়া ৯টায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বারডেম হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৩০ সেপ্টেম্বর প্রবীণ এই চিকিৎসক ও ভাষাসংগ্রামী বারডেমে আইসিইউতে ভর্তি হন। ডা. মির্জা মাজহারুল মৃত্যুর আগ পর্যন্ত বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি চিফ কনসালটেন্ট ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৫২ সালে এমবিবিএস পাস করেন। প্রখ্যাত এই চিকিৎসক ১৯৮৫ সালে ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক লাভ করেন অধ্যাপক মাজহারুল। বাদ জোহর বারডেম জেনারেল হাসপাতালে তার জানাজা হয়। পরে তাকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।