করোনায় ব্রাজিলে আক্রান্ত ৪০ লাখ ছাড়াল

0
196

খুলনাটাইমস বিদেশ : করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে ব্রাজিলে। ইতোমধ্যে সংক্রমণ ৪০ লাখ ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকার দেশটিতে। সবশেষ চব্বিশ ঘণ্টায় প্রায় ৪৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর তথ্য রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, কোভিড-১৯ এ শুক্রবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ব্রাজিলে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪০ লাখ ৪৬ হাজার ১৫০ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৭২৯ জনের। আর সুস্থ্ হয়ে উঠেছেন ৩২ লাখ ৪৭ হাজার ৪৭ হাজার ৬১০ জন। করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। ৬৩ লাখ ছাড়ানো আক্রান্ত নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলে প্রথম কোভিড-১৯ সংক্রমণের খবর আসে ২৬ ফেব্রæয়ারি। চব্বিশ ঘণ্টায় ব্রাজিলে আক্রান্তদের মধ্যে আরও ৮৩৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার। শনাক্তের মতো মৃত্যুর বৈশ্বিক তালিকায়ও দ্বিতীয়স্থানে লাতিন আমেরিকার দেশটি। ১ লাখ ৯১ হাজার মৃত্যু নিয়ে তাতেও শীর্ষে যুক্তরাষ্ট্র। তবে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, দেশে করোনা সংক্রমণের হার গত কিছুদিন ধরে কমতির দিকে। তাদের বিশ্বাস, আক্রান্তের সর্বোচ্চ পর্যায়টা পেরিয়ে এসেছে তারা। কিছুদিন আগেও ব্রাজিলে করোনায় আক্রান্তদের মধ্যে প্রতিদিন ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হতো। আগস্ট থেকে প্রাণহানির সংখ্যাটা আটশোর ঘরে নেমে এসেছে। এদিকে, সবশেষ চব্বিশ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৬৪ লাখ ছাড়িয়েছে; মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৩ হাজার।