কফি পান শেষে খাওয়া যাবে কাপ

0
264

খুলনাটাইমস ডেস্ক: এক কাপ গরম কফি নিমিষেই আপনাকে চাঙ্গা করে তুলবে। কফি খাওয়ার পরে ভ্যানিলা স্বাদের কাপটাও যদি কামড়ে কড়মড় করে চিবিয়ে খাওয়া যায় তাহলে সেই অভিজ্ঞতা কেমন লাগবে? এমনই অভিজ্ঞতা পেতে চাইলে আপনাকে এয়ার নিউজিল্যান্ডের বিমানে পাড়ি দিতে হবে। এর আগেও সেদেশের এই জাতীয় বিমান সংস্থা পরিবেশবান্ধব কাপের ব্যবস্থা করেছিল বিমানে বর্জ্যরে পরিমাণ কমানোর লক্ষ্যে। এবারে আরও একধাপ এগিয়ে এমন কফি কাপের বন্দোবস্ত করল তারা যে কাপ খাওয়াও যাবে। এক পারিবারিক ব্যবসায়ী সংস্থা টোয়াইসের সঙ্গে চুক্তি হয়েছে নিউজিল্যান্ড এয়ারলাইন্সের। এই সংস্থা ভোজ্য কাপ বানানোয় এরইমধ্যে সুনাম অর্জন করেছে। এটি এমন ভাবে তৈরি যাতে কফির মতো উষ্ণ পানীয় রাখা সত্ত্বেও কোনও ভাবেই গলবে না। বিমান সংস্থার ক্রেতা অভিজ্ঞতা সংক্রান্ত ম্যানেজার নিক্কি চেভ ‘সিএনএন’-কে বলেন, প্রতি বছর বিমানে ৮০ লক্ষ কাপ কফি পান করেন যাত্রীরা। নতুন এই কাপের প্রচলন হওয়ার পরে যাত্রীদের থেকে অসাধরণ প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। সূত্র: এনডিটিভি