কফি আনান আর নেই

0
551

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই। মানবতার পক্ষে কাজ করে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী এই ব্যক্তিত্ব আজ শনিবার সুইজারল্যান্ডে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
কফি আনান ফাউন্ডেশন শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টুইটারে দেওয়া এক বিবৃতিতে ফাউন্ডেশন বলেছে, শনিবার শেষ বিদায় নিয়েছেন কফি আনান। তিনি একজন অভিজ্ঞ ‘বৈশ্বিক নেতা’ ছিলেন। স্বচ্ছ ও অধিকতর শান্তিপূর্ণ পৃথিবী গড়তে সারা জীবন লড়াই করে গেছেন তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে, প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছিলেন কফি আনান। ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দুই মেয়াদে মহাসচিবের দায়িত্ব পালন করেন। সিরিয়া যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
গার্ডিয়ান বলছে, কফি আনানের জন্ম ঘানায়। ১৯৩৮ সালের ৮ এপ্রিল কুমাসি এলাকায় তাঁর জন্ম। কফি আনান ছিলেন জাতিসংঘের নিয়মিত কর্মীদের একজন। সংস্থাটির কর্মীদের মধ্য থেকে তিনিই প্রথম মহাসচিব পদে উন্নীত হয়েছিলেন।

সূত্র: প্রথম আলো