কপোতাক্ষ নদের টিআরএম সংযোগ খালের বাঁধ ভেঙ্গে প্লাবিত

0
372
dav

তালা প্রতিনিধি:
সাতক্ষীরা তালা উপজেলার কপোতাক্ষ নদের পখিমারা বিলে টিআরএম এর সংযোগ খালের বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কপোতাক্ষ নদের জোয়ারের পানির চাপে বালিয়া টিআরএম এর সংযোগ খালের বাঁধ ভেঙ্গে যায়। বাঁধ ভেঙ্গে যাওয়ায় আতঙ্কে রয়েছে ওই এলাকার হাজারো মানুষ।
কপোতাক্ষ নদের নাব্যতা বৃদ্ধি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে বাংলাদেশ সরকার ২০১৫ সালে পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়ন শুরু করে। প্রকল্পের নিয়মানুযায়ী খননকৃত নদী রক্ষায় প্রতি বছর টিআরএম এর উজান মুখে শুষ্ক মৌসুমের শুরুতে (ক্রসড্যাম) বাঁধ নির্মাণ ও যথাসময়ে তা অপসারণ করার করা ।
কপোতাক্ষে নদের বালিয়া টিআরএম এর উজান মুখে (ক্রাসড্যাম) বাঁধ দেওয়ার কারণে জোয়ারের পানি বাঁধা গ্রস্ত হওয়ার আকশ্মিক পানির চাপে টিআরএম সংযোগ খালের বাঁধ ভেঙ্গে যায়। এতে নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। কবর স্থানসহ পানি বন্দি হয়ে পড়েছে বালিয়া গ্রামের বেশ কয়েটি পরিবার। তলিয়ে গেছে মাছের ঘের, পুকুর ও ফসলী জমি।
স্থানীয় রাশেদ সানা এ প্রতিনিধিকে বলেন, নদের মুখে (ক্রাসড্যাম) বাঁধ দিয়ে জোয়ার পানি বাঁধাগ্রস্থ করায় এবং টিআরএম সংযোগ খালের বাঁধ মজবুত না হওয়ায় বাঁধ ভেঙ্গে মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। তাছাড়া পাখিমারা বিলের টিআরএমকৃত জমির হারির টাকা মালিকদের যথাসময়ে যথাযথ ভাবে না দেওয়ায় স্থানীয় অনেকেই বিলের ভিতর বেড়ী বাঁধ দিয়ে মৎস্য ঘের শুরু করছে। একারণে পানি পাখিমারা বিলের ভিতর প্রবেশ করতে পারছে না । তাই অতিরিক্ত পানির চাপে টিআরএম সংযোগ খালের বেড়ীবাঁটি ভেঙ্গে গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রজিব হোসেন রাজু এ প্রতিনিধিকে জানান, অব্যবস্থাপনায় টিআরএম চালু হওয়ার কারনে খেশরা ইউনিয়নের বালিয়ার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাছাড়া আতঙ্কে রয়েছে হাজার মানুষ। আমরা নিজ উদ্যোগে ইতিমধ্যে বেড়ী বাধের কাজ শুরু করেছি। তা নাহলে রাতের ভিতরে সব তলিয়ে যাবে।
তালা উপজেলা নির্বহী অফিসার ইকবাল হোসেন এ প্রতিনিধিকে বলেন, আমি বিষয়টি শুনেছি দ্রুত প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।