এসএসসি ও সমমানের ফল প্রকাশ

0
134

টাইমস ডেস্ক:


এসএসসি ও সমমানের চলতি বছর অনুষ্ঠিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গণভবনে শুক্রবার (২৮ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, শিক্ষামন্ত্রী দীপু মনি সম্মিলিত ফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। পরে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন।

চলতি বছরের ৩০ এপ্রিল শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা । এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮১০টি কেন্দ্র ছিল। মোট শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ২৯ হাজার ৭৯৮টি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষা বোর্ডে কেন্দ্র ৮৫০টি ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল ২ হাজার ৯২৭টি।

এবার শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি। অন্যদিকে কেন্দ্র বেড়েছে ২০টি।

পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।