এমপি বাবু’র রোগ মুক্তি কামানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
296
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

কয়রা প্রতিনিধি:
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু কোভিড -১৯ আক্তান্ত হওয়ায় করোনার হাত থেকে রোগ মুক্তির জন্য স্থানীয় হাফেজদের অংশ গ্রহনে কোরআন খতম, দোয়া প্রার্থনা এবং মিলাদ মাহফিলের আয়োজন করেন মহারাজপুর যুব পরিষদ ও মহারাজপুর ইয়ংস্টার ক্লাব। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বঙ্গবন্ধু যুব পরিষদ ও মহারাজপুর ইয়ংস্টার ক্লাবে এ রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুব পরিষদের প্রধান উপদেষ্টা প্রভাষক শাহাবাজ আলীর সভাপতিত্বে ও যুব পরিষদের সভাপতি শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক মহররম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, যুব পরিষদের প্রধান উপদেষ্টা প্রভাষক শাহাবাজ আলী, কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সদর উদ্দীন আহম্মেদ, বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, মাওলানা জাকারিয়া হোসাইন, মাওলানা ইলিয়াজ হোসেন, মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম, ইব্রাহীম খলিল, গোলাম মোস্তফা, উপদেষ্টা আম্মারুল ইসলাম, রফিকুল ইসলাম কোম্পানি, আঃ রহিম, সদস্য আবুল হাসান,বাসারুল, আলআমিন, আশরাফ, রফিকুল, জিয়া, শিপন, রিজভী, গফুর,আশিক, আমিরুল, তৈয়েবুর,সহ ক্লাবের সকল সদস্য ও এলাকাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা বলেন, দেশের চলমান করোনা পরিস্থিতির শুরু থেকে ও করোনার মধ্যে আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকায় রাত দিন অবস্থান করে জীবনের ঝুকি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাংসদ আক্তারুজ্জামান বাবু সরকারি ও ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম নিজে উপস্থিত থেকে বেঁড়িবাঁধ সংস্কারসহ দলীয় ও সামাজিক কাজ খাদ্য সমস্যাসায় থাকা মানুষের খাদ্য সরবরাহ এবং চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন সেবায় জীবনের ঝুকি নিয়ে সর্বদায় মানুষের পাশে ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে সাংসদ বাবু’র রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য সামান্য অসুস্থ বোধ করায় এমপি বাবু করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন কিনা তা পরিক্ষার জন্য ৩ সেপ্টেম্বর পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন পরদিন শুক্রবার ৪ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা প্রতিবেদনে পজিটিভ বলে ইল্লেখ করা হয়। এখন তিনি বর্তমানে খুলনায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।