একা একা বেচেঁ থাকাই জীবন নয়: বাঁধন

0
306

খুলনাটাইমস বিনোদন: ‘করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছিলাম। নিজদের নিয়েই ব্যস্ত থাকতাম৷ কিন্তু শুধু নিজেকে নিয়ে থাকাই জীবন নয়৷ আমাদের পরিবার, আশেপাশের মানুষ, সমাজ, প্রকৃতি সব কিছু নিয়েই বাঁচতে হবে। এভাবেই কথাগুলো বলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুক লাইভে এসে বাঁধন বলেন, ‘আমাদের দেশের এই অবস্থায় ঘরে থাকাটাই উত্তম। আসলে ঘরে থাকাটা যত সহজ মনে হয়, ততটা সহজ নয়। কিন্তু থাকতে হবে কারণ আমাদের নিজেকে ভালো রাখতে হবে, ফ্যামিলিকে ভালো রাখতে হবে। মোট কথা দেশকে ভালো রাখতে হবে।’ করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরইমধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। করোনা মোকাবিলায় ইতোমধ্যে দেশের শিক্ষা-প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরনের শুটিং।