ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ভ্যান চালকের আত্মহত্যা

0
187

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা ৫নং ওয়ার্ডের বাসিন্দা শেখপাড়া (পাকার মাথা) সেকেন্দার শেখ (৫৫) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সেকেন্দারের ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ১৩ ফেব্রæয়ারী শনিবার সন্ধ্যা থেকে তাঁকে বাড়ীতে পাওয়া না গেলে অনেক খোজাখুজির পর রাত ১১টার দিকে তার ছেলে বসত ঘরের আড়ার সাথে পিতাকে ঝুলতে দেখে চিৎকার দিলে এসময় প্রতিবেশিরা এগিয়ে এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
এলাকাবাসী আরোও জানায় গিলাতলা মৃত মোকলেছ শেখ এর পুত্র সেকেন্দার শেখ ভ্যান চালিয়ে কলা’র ব্যবসা করে দিনাতিপাত করতো। সম্প্রতি তাঁর স্ত্রী আমেনা খাতুন আশা সমিতি থেকে মোটা অংকের ঋণ গ্রহন করায় স্বামী সেকেন্দার শেখ ঋণের টাকা পরিশোধের চাপে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানায় খানজাহান আলী থানা এলাকায় আশা সমিতি, আদ্ব-দীন সমিতি, গ্রামীণ সমিতি সহ বিভিন্ন সমিতি এবং এনজিও গরীব, দুস্থদের মাঝে ঋণ বিতরণ করে এক সপ্তাহ পর সেই ঋণের টাকা পরিশোধের চাপ প্রয়োগ করায় সাধারণ মানুষের হয়রানীর স্বীকার হতে হচ্ছে, যার জন্য অপমৃত্যু বেড়েই চলেছে। এব্যাপারে সং¯øীষ্ট ঊর্ধŸতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।