উন্মোচন হল জল-জীবন নাটকের ব্যানার

0
543

খুলনাটাইমস বিনোদন: দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ‘জল-জীবন’ নাটকের ব্যানারের মোড়ক উন্মোচন। শুক্রবার রাজধানী কাওলার নিজস্ব মহড়া কক্ষে সবার জন্য উন্মুক্ত করা হয় কোলকাতা দ্বিতীয় আর্ন্তজাতিক শিশু নাট্য উৎসবে প্রদর্শিত হতে যাওয়া জল-জীবন নাটকের ব্যানার। আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর কোলকাতায় সল্ট লেকে বিশ্বের ১৩ টি দেশ নিয়ে আয়োজিত শিশুনাট্য উৎসবে বাংলাদেশ থেকে অংশগ্রহন করছে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ওয়াদুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি বিশ্বদর্বারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা কাব্য বিলাস নাট্য গোষ্ঠীকে অভিনন্দন জানান। তার বক্তব্যে তিনি বলেন, আশারাখি নাট্য উৎসবে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বাংলাদেশের মান উজ্জ্বল করবে। এছাড়া আরো উপস্থিত ছিলেন, গীতিকার ও অধক্ষ্য মিজানুর রহমান ভূইয়া, সমাজ সেবক মনির হোসেন মনির, সাংবাদিক মাসুদ রানাসহ আরো অনেকে। আগামী ৮ ডিসেম্বর কাব্য বিলাসের ১৫ সদস্যের দল কোলকাতার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। ১২ ডিসেম্বর কাব্য বিলাস নাট্য গোষ্ঠী রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় মঞ্চায়ন করবে জল-জীবন নাটক। দরিয়া পাড়ের মানুষের জীবনের প্রতিচ্ছবি বাস্তব ভাবে ফুটিয়ে তুলতে গত তিন মাস দলের সবাই নিরলশ পরিশ্রম করেছে। উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৪ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।
বঙ্গবন্ধুর সমাধিতে আনসার-ভিডিপি
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক উল-আলম।
শুক্রবার বেলা ১২ টায় তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ফরিদপুরের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল বারিক সহ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।