উন্নয়ন ধারা অব্যহত রাখতে শেখ হাসিনা’র সরকারের বিকল্প নেই : খুলনা নগর আ’লীগ

0
541

সংবাদ বিজ্ঞপ্তি: আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। সে কারনেই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলকে বিজয়ী করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যে অভ‚তপূর্ব উন্নয়ন করেছে আগামী ৩ মার্চ তার স্বীকৃতি পেতে যাচ্ছে। এই স্বীকৃতিকে ঐতিহাসিক রূপ দিতে এ অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধভাবে ৩ মার্চের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, এটা শুধু সার্কিট হাউজের জনসভা নয় ; এটি হবে খুলনার জনসমুদ্র। নগরীর সমস্ত রাস্তাঘাট, মাঠ জনগণ দ্বারা পরিবেষ্টিত থাকবে। নেতৃবৃন্দ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, খুলনাকে জনসুমুদ্রে পরিণত করতে যার যার এলাকায় গিয়ে জনগণকে শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে। জনগণকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে সম্পৃক্ত করে ৩ মার্চের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি’র সভাপতিত্বে এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবির, শেখ সিদ্দিকুর রহমান, এ্যাড. রজব আলী সরদার, এমডিএ বাবুল রানা, নুরুল ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, এ্যাড. আইয়ুব আলী, শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ ফজলুল হক, জেড এ মাহমুদ ডন, ফেরদৌস আলম চাঁন ফারাজী, অধ্যাপক আলমগীর কবির, কাউন্সিলর আলী আকবর টিপু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জাহাঙ্গীর হোসেন খান, বিরেন্দ্র নাথ ঘোষ, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মো. শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, শেখ মোশাররফ হোসেন, মো. শাহাজাদা, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, শেখ আবিদ হোসেন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মনিরুল ইসলাম বাশার, এস এম আনিছুর রহমান, আলী আজগর মিন্টু, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, হাসান ইফতেখার চালু, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, অধ্যাপিকা রুনু ইকবাল, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, হাজী মো. নুরুজ্জামান, অধ্যা. হোসনে আরা রুনু, লুৎফুন নেচ্ছা লুৎফা, আবুল কাশেম মোল্লা, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, রনজিত কুমার ঘোষ, মনিরুজ্জামান সাগর, মীর বরকত আলী, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, এস এম আসাদুজ্জামান রাসেল, নয়মী বিশ্বাস সাথী, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর সাহিদুর রহমান, কাউন্সিলর পারভীন আক্তার, কাউন্সিলর শাহাদাত মীনা, নুরজাহান রুমিসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।
সভায় সার্কিট হাউজের জনসভাকে মহাজনসমুদ্রে পরিণত করার জন্য প্রত্যেক ওয়ার্ডে এবং সকল সহযোগী সংগঠনে শুভেচ্ছা মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।