উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে- শেখ সেলিম

0
895

সজল সরকার টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ//

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ ২ আসনের বার বার নির্বাচিত সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক। নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে। আন্তর্জাতিক ভাবে আমাদের ভাষার স্বীকৃতি দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি দেশ হিসেবে পরিচিত করতে সমর্থ হয়েছে।
বুধবার সকাল ১০টায় তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। শেখ হাসিনার সরকার আগামী একশত বছরের কর্মসূচী হাতে নিয়েছে। আমরা প্রত্যেকটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে চাই। সেজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল এবং ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করবে। বর্তমানে বিশ্বের ১১টি দেশ উন্নত দেশে পরিনত হওয়ার প্রতিযোগিতায় রয়েছে-তার মধ্যে বাংলাদেশ একটি। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশের একটি রোল মডেল।
এরআগে শেখ সেলিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, এফবিসিসিআই-র ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম, যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সম্পাদক মাহবুব আলী খান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু জেলা যুবলীগ সভাপতি জিএম সাহবুদ্দিন আজম প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।