আসছে ফেরদৌস-নিঝুমের ‘মেঘকন্যা’

0
568
মেঘকন্যা, ফেরদৌস, নিঝুম রুবিনা, Rtvonline

বিনদোন ডেস্কঃ
জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস অভিনীত ‘মেঘকন্যা’ ছবিটি মুক্তির মিছিলে আছে। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা।

সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী ২৭ জুলাই মুক্তি পাবে। এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক এ জেড এম জাহাঙ্গীর কবির। তিনি বলেন, ‘পরিবার নিয়ে দেখার মতো একটি ছব। আমরা চেয়েছি সুন্দর একটি ছবি দর্শকদের উপহার দিতে। দর্শকরা এই ছবিতে একটি গল্প খুঁজে পাবেন। আর সবার প্রতি একটাই চাওয়া থাকবে আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। শুধু আমার ছবি নয়, সব ধরনের দেশীয় ছবি দেখবেন।’

চিত্রনায়িকা নিঝুম রুবিনা বলেন, ‘এখন পর্যন্ত যে কয়টি ছবি করেছি, তার মধ্যে এই ছবিটি আলাদা। আমার নিজেরও পছন্দের একটি ছবি। সেকারণে প্রত্যাশাও অনেক বেশি। এই ছবিতে আমরা পুরো টিমের সবাই অনেক কষ্ট করেছি। ফেরদৌস ভাইসহ অনেক গুণী অভিনয়শিল্পী কাজ করেছেন। সবার নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছেন। দর্শকরা ছবিটি পছন্দ করবেন বলে আশা করছি।

ছবিটি নির্মাণ করেছেন নতুন পরিচালক মিনহাজ অভি। ফেরদৌস-নিঝুম ছাড়া আরও অভিনয় করেছেন মুনমুন, রেবেকাসহ অনেকে।

জয়া মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল।

চিত্রগ্রাহক হিসেবে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান। ২০১৫ সালের ৭ নভেম্বর ছবির শুটিং শুরু হয়েছিল।