আশাশুনির সকল ইউনিয়নে করোনা ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে ট্যাগটিম নিযুক্ত

0
316

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার সকল ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধ, দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখা ও বিদেশ ফেরৎ ব্যক্তিদের কোয়ারেনটাইনে থাকছে কিনা তা সার্বক্ষণিক তদারকির জন্য ট্যাগটিম নিযুক্ত করা হয়েছে। সোমবার থেকে ট্যাগটিম স্ব-স্ব দায়িত্ব পালনে মাঠে নেমেছে। মরণ ব্যধি করোনা ভাইরাসের প্রভাবে এবং এর অজুহাতে দ্রব্যমূল্যের মূল্য বাড়ানো হচ্ছে কিনা, বিদেশ থেকে আগত ব্যক্তিগণ হোম কোয়ারেন্টাইনে থাকছে কিনা বা ঐ সমস্ত ব্যক্তিগণ জন সন্মুখে ঘোরা ফেরা করছে কিনা, তাছাড়া নতুন কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে কিনা এবং মোবাইর কোর্ট পরিাচলনার প্রয়োজন আছে কিনা, সকল বিষয়ে সার্বক্ষণিক নজরদারি ও তদারকির জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রতি ইউনিয়নে ট্যাগটিম নিযুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলার ১১ ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট ট্যামটিম গঠিত হয়েছে। শোভনালী ইউনিয়নে সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, বুধহাটা ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার, কুল্যা ইউনিয়নে যুব উন্নয়ন কর্মকর্তা, দরগাহপুর ইউনিয়নে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, বড়দল ইউনিয়নে সমবায় অফিসার, আশাশুনি সদরে পরিসংখ্যান অফিসার, শ্রীউলা ইউনিয়নের পল্লী উন্নয়ন কর্মকর্তা, খাজরা ইউনিয়নে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আনুলিয়া ইউনিয়নে মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রতাপনগর ইউনিয়নে সহকারী মৎস্য কর্মকর্তা, কাদাকাটি ইউনিয়নে সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলিকে দায়িত্ব দিয়ে স্ব স্ব ইউপি চেয়ারম্যান, অন্য সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি সমন্বয়ে ট্যাগটিম গঠন করা হয়েছে।