আশাশুনির শোভনালী ব্রীজ টু চাম্পাফুল বাজার সড়কের জরার্জীণ অবস্থা, প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

0
142

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার শোভনালী ব্রীজ টু চাম্পাফুল কালিবাড়ী বাজার সড়কের জরার্জীণ অবস্থার কারণে চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। সংস্কারের অভাবে জরার্জীণ এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ সড়কের বিভিন্ন স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া, ভারী যানবাহন চলাচলের কারনে সড়কের বিভিন্ন স্থানে এক থেকে দুই ইঞ্চি করে বসে গেছে। এ সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবহন চলাচল করছে। সড়কের মধ্যেই প্রতিনিয়ত চলাচলরত যানবাহন পড়ে থাকতে দেখা যায়। সরেজমিন গিয়ে দেখা গেছে, শোভনালী ব্রীজের সম্মুখে সড়কে কয়েকটি স্থান দেবে পিচ পাথর উঠে সড়কের মধ্যে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলো সড়কে চলাচলরত যানবাহনের জন্য মৃত্যুকোপে পরিণত হয়েছে।

এ সড়কটি শোভনালী ব্রীজ টু কালিবাড়ি, বুধহাটা টু আশাশুনিসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার সাথে যোগাযেগের অন্যতম ও জনগুরুত্বপূর্ণ। এ সড়কটি অতিদ্রুত সংস্কার না হলে যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে পথচারী ও এলাকার সুধিজন। প্রত্যন্ত অঞ্চলের এ সড়ক দিয়ে অতিরিক্ত ভারী যানবাহন ওভারলোড নিয়ে চলাচল করে। যানবাহনের ওভারলোডের ফলে সড়কটির বিভিন্ন স্থানে দুই ইঞ্জি দেবে গেছে। বর্ষা মৌসুমে বড় বড় গর্তে জমছে পানি। এমতাবস্থায় সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে পথচারী ও এলাকাবাসী।

খুলনা টাইমস/এমআইআর